সৃষ্টিসন্ধানের নিজস্ব সংকলন

সৃষ্টিসন্ধান আকাদেমির শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র, ছাত্রীদের কিছু নির্বাচিত কাজ এখানে সংকলিত করা হল ।

Srishtisandhan youtube channel

Please feel free to use any script, concept or content as per your need. We will be delighted if they are of any use to anyone and love to know more about the initiative.

|| সৃষ্টিসন্ধান অ্যাকাডেমির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৮ ||

স্বদেশ ও বিশ্বচেতনা, রবীন্দ্রনাথের ভাবনায়
বর্তমান অস্থির এবং দিকভ্রষ্ট সময়ের মাঝে দাঁড়িয়ে, স্বদেশ ও বিশ্বচেতনার একটি সামগ্রীক উপলব্ধি অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে হয়। এই কথা মনে রেখে, বর্তমান উপস্থাপনায় আমরা এরই একটি স্বরূপ নির্ধারণ করতে চেয়েছি রবীন্দ্রনাথের ভাবনা অবলম্বন করে। রবীন্দ্র জীবনেও স্বদেশ ও বিশ্বচেতনার উপলব্ধি একটি ক্রমবিবর্তনের ইতিহাস যা তৎকালীন আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে অঙ্গাগীক ভাবে জড়িত এবং আশ্চর্যজনক ভাবে যা আজকের প্রেক্ষাপটের নিরিখে সমান প্রাসঙ্গিক। এই উপস্থাপনায় রবীন্দ্রনাথের দীর্ঘ জীবনকালের বিভিন্ন উপন্যাস ও নাটকের অংশবিশেষ ব্যবহার করা হয়েছে তাঁর স্বদেশ ও বিশ্বচেতনার স্বরূপটি উদ্ঘাটন করার জন্য, সঙ্গে রয়েছে তাঁরই রচিত কিছু গান ও কবিতা, ভাবসমন্বয়ের সূত্র ধরে।
    - View the Script

পর্ব ১ - সূচনা ও গোরা উপন্যাস
পর্ব ২ - বঙ্গভঙ্গ ও ঘরে বাইরে উপন্যাস
পর্ব ৩ - বিশ্বযুদ্ধ ও মুক্তধারা নাটক
পর্ব ৪ - চার অধ্যায় উপন্যাস

|| সৃষ্টিসন্ধান অ্যাকাডেমির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৭ ||

বন্ধন ও মুক্তি, রবীন্দ্রনাথের ভাবনায়
বন্ধন ও মুক্তি মানবজীবনের দুটি সার সত্য। তার নানা রঙ, নানা স্তর। কখনও তা থাকে ব্যবহারিক জীবনের আচার বিচার প্রথা সংস্কারের সঙ্গে জড়িয়ে, কখনো আত্মানুসন্ধানে, কখনও জ্ঞানে, কখনও প্রেমে, কখনো বা সভ্যতার প্রতি কর্মকান্ডের রন্ধ্রে রন্ধ্রে। বন্ধনের ক্লেশ যেমন সত্য, তার থেকে মুক্তির বাসনাও তেমনই সত্য | বর্তমান অনুষ্ঠানে আমরা তারই তিনটি রূপকধর্মী উদাহরণ দিতে চেয়েছি রবীন্দ্রনাথের তিনটি রূপকনাট্যের সঙ্কলিত অংশের মধ্যে দিয়ে | নাটকগুলি হল যথাক্রমে আচলায়তন, রাজা ও রক্তকরবী | সঙ্গে রয়েছে তাঁরই রচিত কিছু গান ও কবিতা, ভাবসমন্বয়ের সূত্র ধরে।
    - View the Script

পর্ব ১ - আচলায়তন
পর্ব ২ - রাজা
পর্ব ৩ - রক্তকরবী

|| উচ্চাঙ্গ সংগীত ||

রাগ পুরিয়া- কণ্ঠ সঙ্গীত - দেবাঞ্জন
মারবা ঠাটের উপরে রাগটি আধারিত | এই রাগের প্রকৃতি শান্ত এবং আলাপের উপযুক্ত।
রাগ মালকোষ - কণ্ঠ সঙ্গীত - দেবাঞ্জন
ভৈরবী ঠাটের উপরে মালকোষ রাগটি আধারিত। এটি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রবীণতম একটি রাগ।

|| গল্প পাঠ - রাজকাহিনী - অবনীন্দ্রনাথ ঠাকুর ||

শিলাদিত্য
অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী, একটি চিত্রময় রূপকথা । যেন কোন ভুলে যাওয়া অতীতে, কোন দূর রাজ্যে, ঘটে যাওয়া রাজ ইতিহাস, তার অবয়ব হারিয়ে অন্ধকারে জোনাকির মত উড়ে বেড়াচ্ছে ।
পাঠ – ভাস্কর, শর্মিষ্ঠা | চিত্রণ – শুভ কামিল্যা | সম্পাদনা – ভাস্কর

|| সংগীত ও কবিতা সংকলন ||

আলেখ্য - নব বরষা
রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আর গানে
সঙ্গীত – কল্যাণ নাগ, সুমনা | কবিতা পাঠ – ভাস্কর, গোপাল, শর্মিষ্ঠা | যন্ত্রানুষঙ্গ - সৌগত

আলেখ্য - পূজারিণী
রবীন্দ্রনাথ ঠাকুরের পূজারিণী, সঙ্গে তাঁর কয়েকটি গান - বর্তমান কালের হিংসায় উন্মত্ত পৃথ্বীর প্রেক্ষিতে, পূজারিণী কবিতাটি একটি নতুন আঙ্গিকে উপস্থাপন করা হল
- শর্মিষ্ঠা ও সুমনা

আলেখ্য - শারদীয়া
কবি শুভ দাশগুপ্তের শারদীয়া, সঙ্গে মহালয়ার কয়েকটি গান - দেবীর মৃন্ময়ী এবং চিন্ময়ী রূপের একটি হৃদয়স্পর্শী উপসস্থাপনা
- সুমনা ও ভাস্কর

সখি ভাবনা কাহারে বলে - সোনিয়া
তোমারো অসিমে - সোনিয়া

|| কবিতা ||

আঞ্চলিক ভাষার কবিতা -
স্বাধীনতা (দেবব্রত সিংহ) - গোপাল
বানভাসি (দেবব্রত সিংহ) - গোপাল
ভুজুং মাঝি (দেবব্রত সিংহ) - গোপাল

জীবনানন্দ দাসের কবিতা -
৮ বছর আগের একদিন - ভাস্কর
বোধ - ভাস্কর
শিকার - ভাস্কর

রবীন্দ্র কবিতা -
প্রতীক্ষা (খেয়া - ১৯০৬)- ভাস্কর
উদাসিন (বীথিকা - ১৯৩৪) - ভাস্কর
দীন দান (কাহিনী - ২০ শ্রাবণ, ১৩০৭) - ভাস্কর
ঝড়ের দিনে (কল্পনা - ৩০শে চৈত্র ১৩০৫) - ভাস্কর

কবিতা গুচ্ছ -
বরং দ্বিমত হও (অন্ধকার লেখাগুচ্ছ, শ্রীজাত | সর্বহারা অবিশ্বাসী, সুনীল গঙ্গোপাধ্যায় | বরং দ্বিমত হও, নীরেন্দ্রনাথ চক্রবর্তী) - ভাস্কর